গাড়ি বিক্রির চূড়ান্ত নিলাম ইভ্যালি কার্যালয়েই

৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩৮  
নিলামে তোলা হয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি। এসব গাড়ির মোট ন্যূনতম মূল্য ঘোষণা করা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। নিলামের তালিকায় রয়েছে- একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। শনিবার (৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বাড়িতে এসব গাড়ি দেখতে ভিড় করছেন ক্রেতারা। ঢাকার বাড়িধারার ‘জে’ ব্লকের ১১ নম্বর রোডে নির্মাণাধীন ওই বাড়িতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপস্থিতিতে ক্রেতারা ঘুরে ঘুরে গাড়িগুলো দেখছেন। আগামীকাল রবিবার, ৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ থাকছে। নিলামের দরপত্র জমা দেওয়া যাবে ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত । আগ্রহীরা ৬ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন ধানমণ্ডির ১৪ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির তৃতীয় তলায় অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয় থেকে ৫ হাজার টাকা (৪৫০০ টাকা ফেরতযোগ্য) পরিশোধ করে নিলাম কার্ড সংগ্রহ করতে পারবেন। আগামী ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত নিলাম হবে ধানমন্ডির ইভ্যালি অফিসে। গাড়ি প্রদর্শনীর নির্মাণাধীন বাড়িটির সামনে এ বিষয়ে একটি নোটিশ ঝোলানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, নিলাম ডাক সংশ্লিষ্ট সকল লাজিস্টিক প্রয়োজনীয়তা এবং সুবিধা বিবেচনায় আগামী ১০ ফেব্রুয়ারি বারিধারায় বিচারপতি মহোদয়ের বাড়ির পরিবর্তে ধানমন্ডিতে ইভ্যালির অফিসে নিলাম অনুষ্ঠিত হবে।